প্রকাশিত: Sun, May 7, 2023 2:02 PM
আপডেট: Mon, Jan 26, 2026 5:49 AM

নির্বাচন সামনে রেখে সক্রিয় হয়েছেন রওশন এরশাদ

জেড খান: দেশজুড়ে সাংগঠনিক তৎপরতার মধ্যদিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে এবার মাঠে নেমেছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তৃণমূলে দলকে শক্তিশালী করতে ও জাতীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দেশের আটটি বিভাগকে সমন্বয় করে সাতটি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি গঠন করেছে দলটি। রোববার রওশন এরশাদের প্রেস উইং এসব তথ্য জানিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপার আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ ও সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক এবং বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের যৌথ স্বাক্ষরে তিনটি বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আওতায় প্রথম ধাপে অনুমোদিত কমিটির মধ্যে রয়েছে  ঢাকা-ময়মনসিংহ, সিলেট (অতিরিক্ত জেলা সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়া) ও চট্টগ্রাম বিভাগ। পরেই রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

ঢাকা-ময়মনসিংহ বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন এরশাদের শিক্ষা উপমন্ত্রী, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- এরশাদের উপদেষ্টা রফিকুল হক হাফিজ, মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, নূরুল ইসলাম নূরু, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার ইকরামুল খানও আনোয়ার বেলালকে।

এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে বৃহৎ ব্রাহ্মণবাড়িয়াকে সিলেটের সঙ্গে যুক্ত করে বিভাগীয় সমন্বয় কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধাকে। অন্যদিকে সাবেক এমপি এমএ গোফরানকে সমন্বয়ক করে ১০ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি করা হয়েছে। 

এদিকে রওশন এরশাদ বিভাগীয় সাংগঠনিক কমিটিকে কিছু নির্দেশনা ও ক্ষমতাও দিয়েছেন সাংগঠনিক স্বার্থে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। সম্পাদনা: এল আর বাদল